Latest News & Events

05Mar 2022

১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ, সোমাবার দুপুর ১২ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবস্থিত ইপনায় আন্তর্জাতিক এপিলেপ্সি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে “Dietary therapies in intractable epilepsy and beyond” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয় যাতে স্পিকার হিসেবে ছিলেন ভারতের নিউদিল্লীতে অবস্থিত AIIMS এর চাইল্ড নিউরোলোজি ডিভিশনের প্রধান প্রফেসর শেফালী গুলাটি। ইপনার সেমিনার হলে অনুষ্ঠিত এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন – ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)-এর পরিচালক ও বিএসএমএমইউ’র শিশু অনুষদের ডীন প্রফেসর ডা. শাহীন আখতার, ইপনার উপ-পরিচালক (একাডেমিক) ডা. কানিজ ফাতেমা, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা তাবাস্সুম আলম, শিশু নিউরোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার গোপেন কুমার কুন্ডু ও ইপনার প্রশিক্ষণ সমন্বয়কারী ডাক্তার মাজহারুল মান্নান প্রমূখ।

Click here to see the more photos

04Nov 2021

Knowledge sharing seminar on “Enhancement the treatment of Neurodevelopmental Disabilities (NDDs) for children in Bangladesh” has been held in IPNA Seminar room on 4 Novermber, 2021. This seminar organised by IPNA and KOICA Bangladesh. Among others IPNA Director and Dean of Paediatrics Faculty Prof. Dr. Shaheen Akhter and KOICA Country Director Ms. Young-Ah Doh were present this seminar.

For visit photo gallery please click here

29Sep 2021

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)য় অনুষ্ঠিত হয়।

Press Release Final

ফটো গ্যালারী

17Jun 2021

Dr Kazi Ashraful Islam, Assistant professor of Institute of Paediatric Neurodisorder & Autism, is receiving grant from honorable Vice chancellor of Bangabandhu Sheikh Mujib Medical university Prof Dr Sharfuddin sir for his research. His present work on clinical and radiological profile of viral encephalitis. Here Prof Dr Shaheen Akhter, Director of the Institute, Dr Kanij Fatema Associate Professor and Dr Krishno Mahon Podder are the co investigator of this study. Earlier Dr Islam conducted many study and published it in national and international journals.

We wish the success of this work.

06Jun 2021

৫ জুন ২০২১ তারিখ, শনিবার সকাল ১১ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবস্থিত ইপনা এবং ডিআরআরএ-এর মধ্যে মস্তিস্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের জন্য টেলিমেডিসিন সেবা প্রদানে একটি সমঝোতা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। ইপনার সেমিনার হলে অনুষ্ঠিত এ সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন- ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)-এর পক্ষে পরিচালক ও বিএসএমএমইউ’র শিশু অনুষদের ডীন প্রফেসর ডা. শাহীন আখতার এবং ডিজএবলড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এর পক্ষে নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। এই সময়ে উপস্থিত ছিলেন- ইপনার উপ-পরিচালক (একাডেমিক) ডা. কানিজ ফাতেমা, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা তাবাস্সুম আলম ও প্রশিক্ষণ সমন্বয়কারী ডাক্তার মাজহারুল মান্নান এবং ডিআরআরএ-এর অ্যাডভোকেসী, কমিউনিকেশন উপদেষ্টা স্বপনা রেজা, প্রকল্প ব্যবস্থাপক দেবেষ দাশ প্রমূখ।

30Apr 2021

বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ২০২১ইং তারিখে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) এর উদ্যোগে চিকিৎসক, সাইকোলজিস্ট এবং থেরাপিস্টদের নিয়ে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইপনা এর পরিচালক ও শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহীন আকতার।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, সুবিধা বঞ্চিত বিশেষ শিশুদের সার্বিক উন্নয়নে ইপনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত এ ধরণের শিশু ও তাঁদের অভিভাবকদের সমস্যা সমাধানের মানবিক প্রয়াস নিয়ে উন্নত গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচীতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই ইনস্টিটিউটটি। ইপনা সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের ডাক্তার, সাইকোলজিস্ট, থেরাপিস্ট, অভিভাবক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। ২০১৭ সালে ইপনা দেশব্যাপী অটিজম বিষয়ে সবচেয়ে বড় জরিপ কার্যক্রম পরিচালনা করে। জরিপে প্রতি ১০০০০ জনে ১৭টি অটিজম বৈশিষ্ট সম্পন্ন শিশু পাওয়া যায়। আগামী দিনে ইপনার গবেষণা, প্রশিক্ষণ কর্মসূচীসহ সেবামূলক সকল ধরণের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করে যাবে।

ওয়েবিনারে জানানো হয়, ইপনা ২০১৮ সালের জুলাইয়ে বিএসএমএমইউ কর্তৃক আত্মীকরণকৃত হয়। এর আগে ক্রমান্বয়ে বাড়তে থাকা চাহিদার পরিপ্রেক্ষিতে এবং বিশ্বব্যাপী পরিচিত অটিজম বিশেষজ্ঞ, ডাব্লিউএইচও’র দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধুর দৌহিত্রা সায়মা হোসেন ওয়াজেদ পুতুলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি মাল্টি-ডিসিপ্লিন্যারি টীম নিয়ে গঠিত হয় ‘সেন্টার ফর নিউরোডেভলপমেন্ট এন্ড অটিজম ইন চিলড্রেন সংক্ষেপে সিন্যাক। যা ২০১০ সালে জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। ওয়েবিনারে আরো জানানো হয়, ইপনাতে রয়েছে ৫০ আসন বিশিষ্ট ইপনা অটিজম স্কুল। শিক্ষার্থী শিক্ষক ২:১ অনুপাতে পরিচালিত স্কুলে হোম ভিজিট কর্মসূচীও চালু আছে। ইপনার উদ্যোগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, সেমিনার সিম্পোজিয়াম, ওয়ার্কশপ আয়োজন করা হয়ে থাকে। এছাড়া এসব বিষয়ের উপর লিফলেট, বুকলেট, ফ্লায়ার প্রকাশ ও জনগণের মাঝে তা বিতরণ করে থাকে। অটিজম ও ¯œায়ুবিকাশ জনিত সমস্যা সমাধান উন্নত সেবা প্রদানে সক্ষম দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ইপনাই প্রথম চালু করেছে ছয় মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডারস শীর্ষক পূর্ণাঙ্গ কোর্স। ইপনা এর সেবা, অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা সারা দেশে ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর। ইপনা ‘যতেœ সেবায় ভালোবাসায় বদলে দেই, এই স্লোগান নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেই।

Click here to see the more photos

17Apr 2021

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের “ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)”-তে গত ১২ এপ্রিল ২০২১ সকাল ১০ ঘটিকায় “Certificate Course on Neurodevelopmental Disorders” এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

করোনাকালীন মহামারীর সময়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে। অনুষ্ঠানটিতে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন  – ইপনার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিশু অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ডাঃ শাহীন আখতার, শিশু নিউরোলোজি বিভাগের চেয়ারম্যান ও ইপনার উপ-পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ গোপেন কুমার কুন্ডু, ইপনার উপ-পরিচালক (একাডেমিক) ডাঃ কানিজ ফাতেমা প্রমুখ।

18Feb 2021

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের “ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)”-তে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২১ সকাল ৯ ঘটিকা থেকে ১০ ঘটিকা পর্যন্ত বিশেষ শিশুদের অভিভাবক ও কেয়ারগিভারদের নিয়ে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। করোনা মহামারীকালীন বিশেষ শিশুদের নিয়ে সঞ্চিত অভিজ্ঞতা বিনিময় এবং অনলাইনে তাদের স্কুল কার্যক্রম প্রদর্শনী ছিলো এ ওয়েবিনারের লক্ষ্য।

“Experience on the Management of Special Children during the COVID-19 Pandemic” শীর্ষক ওয়েবিনারটি অনুষ্ঠিত হয় ইপনার সেমিনার কক্ষে। অনুষ্ঠানটিতে সরাসরি উপস্থিত ছিলেন- ইপনার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক শাহীন আখতার, শিশু নিউরোলোজি বিভাগের চেয়ারম্যান ও ইপনার উপ-পরিচালক (প্রশাসন) ডাঃ গোপেন কুমার কুন্ডু, ইপনার উপ-পরিচালক (একাডেমিক) ডাঃ কানিজ ফাতেমা প্রমুখ।

করোনা মহামারীকালীন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন বিশেষ শিশুদের নিয়ে তাদের অভিভাবক এবং কেয়ারগিভারগণ নানাধরণের সমস্যার সম্মুখীন হন। হঠাৎ পরিবর্তনে এসব শিশুদের পরিবারে ব্যাপক প্রভাব পড়ে। এসব সমস্যা সমাধানে ইপনা গত বছর ৩০ এপ্রিল থেকে অনলাইন স্কুল কার্যক্রম শুরু করে। এতে Zoom, Cisco Webex অনলাইন প্লাটফর্ম ব্যবহার করা হয়।

ওয়েবিনারে সরাসরি স্কুল কার্যক্রম এবং অভিভাবক কর্তৃক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি অনলাইনে শিশুদের স্কুল কার্যক্রমের বিভিন্ন অংশ বিশেষ করে একাডেমিক অনুশীলনসমূহ প্রদর্শন করা হয়।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইপনার পরিচালক ও শিশু নিউরোলোজি বিভাগের অধ্যাপক শাহীন আখতার। অভিজ্ঞতা বিনিময় করেন বিশেষ শিশুর অভিভাবক মোর্শেদ ফারজানা হায়দার এবং মো: সামছুল আলম।

অফলাইন ও অনলাইনে অভিভাবক, বিশেষ শিশু, সাংবাদিকসহ ইপনা ও বিশ্ববিদ্যালয়ের ডাক্তার, সাইকোলোজিস্ট, থেরাপিস্ট এবং কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

Click here to see the webinar photos