১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ, সোমাবার দুপুর ১২ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবস্থিত ইপনায় আন্তর্জাতিক এপিলেপ্সি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে “Dietary therapies in intractable epilepsy and beyond” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয় যাতে স্পিকার হিসেবে ছিলেন ভারতের নিউদিল্লীতে অবস্থিত AIIMS এর চাইল্ড নিউরোলোজি ডিভিশনের প্রধান প্রফেসর শেফালী গুলাটি। ইপনার সেমিনার হলে অনুষ্ঠিত এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন – ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)-এর পরিচালক ও বিএসএমএমইউ’র শিশু অনুষদের ডীন প্রফেসর ডা. শাহীন আখতার, ইপনার উপ-পরিচালক (একাডেমিক) ডা. কানিজ ফাতেমা, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা তাবাস্সুম আলম, শিশু নিউরোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার গোপেন কুমার কুন্ডু ও ইপনার প্রশিক্ষণ সমন্বয়কারী ডাক্তার মাজহারুল মান্নান প্রমূখ।

Click here to see the more photos