৫ জুন ২০২১ তারিখ, শনিবার সকাল ১১ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবস্থিত ইপনা এবং ডিআরআরএ-এর মধ্যে মস্তিস্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের জন্য টেলিমেডিসিন সেবা প্রদানে একটি সমঝোতা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। ইপনার সেমিনার হলে অনুষ্ঠিত এ সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন- ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)-এর পক্ষে পরিচালক ও বিএসএমএমইউ’র শিশু অনুষদের ডীন প্রফেসর ডা. শাহীন আখতার এবং ডিজএবলড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এর পক্ষে নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। এই সময়ে উপস্থিত ছিলেন- ইপনার উপ-পরিচালক (একাডেমিক) ডা. কানিজ ফাতেমা, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা তাবাস্সুম আলম ও প্রশিক্ষণ সমন্বয়কারী ডাক্তার মাজহারুল মান্নান এবং ডিআরআরএ-এর অ্যাডভোকেসী, কমিউনিকেশন উপদেষ্টা স্বপনা রেজা, প্রকল্প ব্যবস্থাপক দেবেষ দাশ প্রমূখ।