বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদের ডীন ও ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)’র প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার সদ্য অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চাইল্ড নিউরোলোজি এসোসিয়েশন (ICNA)’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিপুল ভোটে প্রথম বাংলাদেশি হিসেবে জয়লাভ করেছেন। তিনি আগামী ২০২২-২৬ মেয়াদে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। চাইল্ড নিউরোলজি সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ ও পূর্ব এশীয় অঞ্ছলের দেশগুলোর জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করবেন। অটিজমসহ বিভিন্ন নিউরোডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ নিয়ে নিরলসভাবে কাজ করে অধ্যাপক ডা. শাহীন আখতার ইতোমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুনাম কুড়িয়েছেন। তাঁর এই গৌরাবান্বিত সাফল্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলেই অত্যন্ত আনন্দিত ও উজ্জীবিত।