বিশ্ববিদ্যালয়ের ই-ব্লকের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়েট্রিক নিউরো ডিসঅর্ডার এন্ড অটিজম (ইপনা) আয়োজিত ইপনা ও কোরিয়ান বেসরকারি সাহায্য সংস্থা কোইকা আয়োজিত নোলেজ শেয়ারিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে শিশুদের স্নায়ুরোগ চিকিৎসায় থেরাপির গুরুত্ব তুলে ধরেন। খুব শ্রীঘই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্নায়ুরোগে আক্রান্ত শিশুদের থেরাপি মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চালু করা হবে।

এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন – ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)-এর পরিচালক ও বিএসএমএমইউ’র শিশু অনুষদের ডীন প্রফেসর ডা. শাহীন আখতার, শিশু নিউরোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার গোপেন কুমার কুন্ডু, ইপনার উপ-পরিচালক (প্রশাসনিক) ডা. সৈয়দা তাবাস্সুম আলম, উপ-পরিচালক (একাডেমিক) ডা. কানিজ ফাতেমা ও ইপনার প্রশিক্ষণ সমন্বয়কারী ডাক্তার মাজহারুল মান্নান প্রমূখ।