হাসপাতালের সাধারণত যে চেহারা আমরা দেখি, নিত্য যে ছবি চোখের সামনে ভেসে ওঠে, ইপনা তার থেকে আলাদা। খুব ইতিবাচক অর্থেই আলাদা। ইপনা মানে, ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এ্যান্ড অটিজম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ও একমাত্র ইনস্টিটিউট। বড় বিশ্ববিদ্যালয়ের একেবারে পেটের ভেতরে হলেও, স্বতন্ত্র বৈশিষ্ট্য গুণে এটি একরকম উদ্ভাসিত। – বিস্তারিত