মাননীয় উপাচার্য মহোদয়ের এফ.আর.সি.এস ডিগ্রী অর্জন করায় ইপনা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স ও সার্জন্স অফ গ্লাসগো থেকে এফ.আর.সি.এস ডিগ্রী অর্জন করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যারের কার্যালয় ভবনে মাননীয় উপাচার্য স্যারকে ইপনা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)-এর পরিচালক ও বিএসএমএমইউ’র শিশু অনুষদের ডীন প্রফেসর ডা. শাহীন আখতার, ইপনার কোর্স কোঅর্ডিনেটর জনাব ইমদাদুল হক হাওলাদার ও অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।